মিরপুরে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল  © সংগৃহীত

রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি সিটি করপোরেশন বস্তিতে মিলন (২৩) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে  এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।  

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ।

নিহতের বন্ধু সূর্য জানান, মিলন একটি গার্মেন্টসে পোশাক শ্রমিকের কাজ করতেন। গত রাতে দিয়াবাড়ি সিটি কলোনি এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মিলনকে  ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা মিলনকে কুপিয়ে হত্যা করেছে তিনি তা জানেন না।

নিকটাত্মীয় সঙ্গে না আসায় তাৎক্ষণিক এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ বলেন, 'নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।' 


সর্বশেষ সংবাদ