বরগুনায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরগুনায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন তার বাবা। বৃহস্পতিবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো. মশিউর রহমান খান মামলাটি গ্রহণ করে বরগুনার গোয়েন্দা শাখার ওসিকে কলেজছাত্রীকে উদ্ধারসহ সাত দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বাবুল।

জানা গেছে, ওই কলেজছাত্রী বরগুনার একটি বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করে। গত ৯ ডিসেম্বর বেলা তিনটার সময় বাড়ির কাছে একটি মাদ্রাসায় তার নম্বর ফর্দ আনতে যায়। এ সময় বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া গ্রামের নলিনী অধিকারীর ছেলে নিত্য অধিকারী (২৪) ও তার খালা দুলালী কলেজছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। ওই সময় এক প্রতিবেশী দেখে কলেজছাত্রীর বাবা-মাকে জানান। ছাত্রীর বাবা বিভিন্ন স্থানে খোঁজ করে তার মেয়েকে না পেয়ে বরগুনা থানায় ১২ ডিসেম্বর মামলা করতে গেলে থানা মামলা না নিয়ে একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করেন।

আরও পড়ুন: পলাতক সাবেক ওসি শাহ আলমকে ধরতে রেড অ্যালার্ট

কলেজছাত্রীর বাবা বলেন, ‘আমার কলেজ পড়ুয়া মেয়েটি একটি হিন্দু ছেলে অপহরণ করে নিয়েছে। এ ঘটনার দুই দিন আগে আমার মেয়ে তার মাকে ফোন করে জানায় নিত্য আমার মেয়েকে একটি নির্জন এলাকায় আটক রেখে জোর করে ধর্ষণ করে। এর পর তার ফোন বন্ধ পাই। ৩০ ডিসেম্বর আবার বরগুনা থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। আমার মেয়ে জীবিত আছে কি না, তা-ও জানি না। ২৬ দিন ধরে নিখোঁজ।’

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম মো. মিজানুর রহমান বলেন, কলেজপড়ুয়া মেয়ের বাবা জিডি করার পর আর থানায় আসেননি।

আসামি নিত্য অধিকারী পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।


সর্বশেষ সংবাদ