যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৩:৩৪ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ০৩:৩৪ PM
বরিশালের শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনৈতিক কার্যকলাপ, দুর্নীতি এবং যৌন হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টায় বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে এই শিক্ষকের পদত্যাগ দাবিতে প্রতিবাদ জানায় তারা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একপর্যায়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা লাগিয়ে তাকে বিদ্যালয় ত্যাগে বাধ্য করে। এরপর তারা বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালায়।
দশম শ্রেণির শিক্ষার্থী জুলিয়া আক্তার বলেন, প্রধান শিক্ষককে আগেও অনিয়ম ও যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু তিনি আদালতের নির্দেশ নিয়ে আবার যোগ দেন। বুধবার বহিরাগতদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন এবং ফের যৌন হয়রানির ঘটনা ঘটান। আমরা তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
বিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধান শিক্ষক আদালতের নির্দেশে যোগ দিলেও বিভাগীয় কমিশনার তার যোগদানে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এরপর তিনি বহিরাগতদের সঙ্গে নিয়ে স্কুলে প্রবেশ করেন, যা নিয়ে ছাত্রীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন ছাত্রী শারীরিকভাবে লাঞ্ছিত হয়।
এই ঘটনার পর প্রধান শিক্ষক হারুন অর রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. ইউনুস আলী সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।