বড়দিনে ঢাকায় আতশবাজি-পটকা-ফানুস ওড়ানো নিষিদ্ধ

আগামীকাল বুধবার বড়দিন উদযাপিত হবে
আগামীকাল বুধবার বড়দিন উদযাপিত হবে  © সংগৃহীত

খ্রিষ্টধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ‘বড়দিন’ উদযাপিত হবে বুধবার (২৫ ডিসেম্বর)। বড়দিনে ঢাকায় পটকা ফোটানো, ফানুস ওড়ানো ও আতশবাজিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বড়দিনের অনুষ্ঠান ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১২টা থেকে বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো।

পবিত্র বড়দিন অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছে।

আরও পড়ুন: রাঙামাটিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

এদিকে বড়দিন উপলক্ষে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) অতিরিক্ত কমিশনার মো. মাসুদ করিম।

মঙ্গলবার সকালে রাজধানীর কাকরাইলে চার্চে নিরাপত্তা মহড়া শেষে এ কথা বলেন তিনি।

মো. মাসুদ করিম বলেন, কাকরাইলসহ ঢাকার সব চার্চ ঘিরেই নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আর সিটিটিসির বিশেষায়িত সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট, কে-নাইন, রোবট নিয়ে নিরাপত্তা মহড়া দেয়া হলো। পাশাপাশি এ ইউনিটগুলো নিরাপত্তা দিতে স্ট্যান্ডবাই থাকবে।
 
এ ছাড়া পোশাকের পাশাপাশি সিভিলেও দায়িত্ব পালন করছে পুলিশ এ কথা জানিয়ে তাদের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে আছে সেনাবাহিনীও এবারের বড় দিন নিরাপদেই উদযাপন হবে বলে জানান সিটিটিসি প্রধান।


সর্বশেষ সংবাদ