সীমান্তে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ জব্দ

সীমান্তে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ জব্দ
সীমান্তে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ জব্দ  © সংগৃহীত

কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন বিজিবি-৬০ এর সদস্যরা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকানা বিহীন ইলিশ মাছ জব্দ করা হয়।

বিজিবির সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে বিজিবি ৬০ সুলতানপুর ব্যাটালিয়ানের সালদা নদী ও শশীদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিজিবির একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এই সময় কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত পিলার ২০৫৭/২- এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনোরা নামক এলাকা থেকে ককশিটে মোড়ানো ১৭ টি বক্স থেকে ৪৪০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসের মাধ্যমে নিলামে ৯ লাখ ৬৮ হাজার টাকায় ইলিশগুলো বিক্রি করে।

এর আগে গত বুধবার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা (আনন্দপুর) থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করে বিজিবির একটি দল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence