ঘুমের মধ্যে বিষধর সাপের দংশন, প্রাণ গেল দুই শিক্ষার্থীর

ঠাকুরগাঁওয়ে ঘুমের মধ্যে বিষধর সাপের দংশনে প্রাণ হারিয়েছে দুই শিক্ষার্থী
ঠাকুরগাঁওয়ে ঘুমের মধ্যে বিষধর সাপের দংশনে প্রাণ হারিয়েছে দুই শিক্ষার্থী  © প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ে ঘুমের মধ্যে বিষধর সাপের দংশনে প্রাণ হারিয়েছে আদিত্য (৭) ও জান্নাত (১২) নামে দুই শিক্ষার্থী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সদর উপজেলার সৈয়দপুর ও ইয়াকুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। জেলার সিভিল সার্জন নুর নেওয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই শিক্ষার্থীর মধ্যে আদিত্য ইয়াকুবপুর গ্রামের সনাতন রায়ের ছেলে। জান্নাত সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, জান্নাত রাতে বাড়িতে ঘুমিয়ে ছিল। রাত ১টার পর তাকে বিষধর সাপে দংশন করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে স্থানীয় সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়তো।

আরেক শিক্ষার্থী আদিত্যকেও রাতে ঘুমন্ত অবস্থায় সাপে দংশন করে। পরে সে কয়েকবার বমি করলে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক। পথেই সে মারা যায়। আদিত্য কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

আরো পড়ুন: সাভারে যৌথ অভিযানে আটক ১৪: শিল্পাঞ্চলে অস্থিরতা

জেলার সিভিল সার্জন নুর নেওয়াজ আহমেদ বলেন, সাপের দংশনে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সাপে দংশন করলে হাসপাতালে না নিয়ে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করে। এ ধরনের রোগী দ্রুত হাসপাতালে আনা জরুরি।


সর্বশেষ সংবাদ