বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শিগগির শুরু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিডিআর বিদ্রোহের নিহতদের দাফন প্রক্রিয়া
বিডিআর বিদ্রোহের নিহতদের দাফন প্রক্রিয়া  © ফাইল ছবি

২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার বিভাগীয় তদন্ত শিগগির শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবেও বিডিআর হত্যাকাণ্ডের বিচার চান তিনি। শিগগির এ হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু হবে।'

আরো পড়ুন: জাবিতে ছাত্র আন্দোলনে নিহত-আহতদের তথ্য সংগ্রহে ওয়েব পোর্টাল

এর আগে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উপদেষ্ঠা। তবে বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। সাংবাদিকদের কোনো প্রশ্নও নেননি।


সর্বশেষ সংবাদ