চট্টগ্রামে গুলিবিদ্ধ একজনের মৃত্যু

চট্টগ্রামে গুলিবিদ্ধ একজনের মৃত্যু
চট্টগ্রামে গুলিবিদ্ধ একজনের মৃত্যু  © সংগৃহীত

চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসায় হামলার সময় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। শহরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. শহিদ (৩৫) একজন মুদি দোকানী বলে জানা গেছে। 

শনিবার (৩ আগস্ট) রাত আটটার দিকে গুলিবিদ্ধ হন তিনি। চকবাজার রসুলবাগ এলাকার বাসিন্দা তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও ওসি জাহেদুল কবির গণমাধ্যমকে জানান, মেয়রের বাসভবনে হামলার সময় অস্ত্রধারীদের গুলিতে এক পথচারীর মৃত্যু হয়েছে। ওসির দাবি পুলিশ গুলি চালায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে একদল লোক সিটি মেয়রের বাসায় হামলার চেষ্টা করে। এ সময় বাসার মূল ফটক ভাঙার চেষ্টা করলে পুলিশ গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে । সে সময় পাঁচজন গুলিবিদ্ধ হন। এর মধ্যে মো. শহীদকে গুরুতর আহত অবস্থায় নগরের বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে সন্ধ্যায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চট্টগ্রাম নগরের মেয়র গলির চশমা হিলের বাসায় হামলা চালানো হয়। এছাড়াও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুর দলীয় কার্যালয়েও ভাঙচুর করে আগুন দেওয়া হয়। রাত ৮টার দিকে চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, নগর কমিটির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেনসহ চার নেতার বাসায় হামলা ও ভাঙচুর চালানো হয়।


সর্বশেষ সংবাদ