রামপুরায় শিক্ষার্থীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশ বক্সে আগুন

রাজধানীর রামপুরা এলাকায় সংঘর্ষ
রাজধানীর রামপুরা এলাকায় সংঘর্ষ  © সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর রামপুরা এলাকা। শিক্ষার্থীরা একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে অগ্নিসংযোগ করা হয়। 

আন্দোলনকারীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে এ এলাকায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। জানা গেছে, বেলা ১১টার পর থেকে বাংলাদেশ টেলিভিশনের দু’পাশের সামনের সড়কে আন্দোলনকারীরা অবস্থান নেন।

আরো পড়ুন: ব্র্যাক শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এ সময় তাদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

 

সর্বশেষ সংবাদ