প্রেমিকের সঙ্গে মনোমালিন্য, মোবাইলে কথা বলেই গলায় ফাঁস নিল দশম শ্রেণির ছাত্রী

  © সংগৃহীত

এনজিওকর্মীর সাথে প্রেমের জেরে খুলনার হরিণটানা থানার পিঁপড়ামারি এলাকায় দশম শ্রেণির ছাত্রী সাথী আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহত সাথী আক্তার হরিণটানা থানার ঠিকরাবাদ পিপড়ামারী এলাকার ইউসুফ শেখের বড় মেয়ে। সাথী প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, সাথী আক্তারের সঙ্গে দেড় বছর আগে একটি এনজিওর হিসাবরক্ষক রাজ বিশ্বাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য হয়।

এর জের ধরে শনিবার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাথী তার প্রেমিক রাজ বিশ্বাসের সঙ্গে মোবাইলে কথা বলার পর নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ রোববার (১৬ জুন) দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) মো. তাজুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ সংবাদ