গুলি করে কলেজছাত্র হত্যার আসামি পিস্তলসহ গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ মে ২০২৪, ১২:৩৭ PM , আপডেট: ২৪ মে ২০২৪, ১২:৩৯ PM
গাজীপুরের শ্রীপুরে গুলিতে কলেজছাত্র ফরিদ হত্যা মামলার আসামি ইমরানকে (২৫) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) উপজেলার মাওনা চৌরাস্তার পল্লি বিদ্যুৎ অফিস এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ইমরান উপজেলার টেপিরবাড়ি গ্রামের বাসিন্দা।
জেলা গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, গত ২১ মে রাতে আনসার টেপিরবাড়ি মাটির মসজিদ এলাকায় ফরিদ নামের এক কলেজছাত্র গুলিতে নিহত হন। সে মামলার আসামি ইমরান। তাকে ধরতে ডিবি পুলিশ অভিযান চালায়। তার তথ্য অনুযায়ী, বাসার ওয়ারড্রপ থেকে পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। এ সময় তার কাছে ২০০ ইয়াবা পাওয়া যায়।
আরো পড়ুন: কর্মীসভা থেকে জেলা ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এএইচ এম লুৎফুল কবির বলেন, আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গত ২১ মে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আনসার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকায় কিশোর গ্যাংয়ের দু’পক্ষেল সংঘর্ষ হয়। এ সময় গুলিতে ফরিদ নামে কলেজছাত্র নিহত হন।