জুরাইনে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  © সংগৃহীত

রাজধানীর পূর্ব জুরাইনের একটি বাসা থেকে আনিতা সুলতানা রিতিকা (১৮) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ মে) সকালে এ ঘটনা ঘটে। পরে দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৃত রিতিকা রাজধানীর আজিমপুর গার্লস কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। কদমতলীর পূর্ব জুরাইন ঋষিপাড়ায় পরিবারের সঙ্গে নিজ বাসায় থাকতেন তিনি। কদমতলী থানার উপ-রিদর্শক (এস আই) কামরুন নাহার জানান, খবর পেয়ে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পূর্ব জুরাইন ঋষিপাড়ার একটি বাসার দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, পরিবারের মাধ্যমে জানতে পারি ১৭/১৮ দিন আগে তার বাবার মৃত্যুর শোক সইতে না পেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মৃত আনিতা সুলতানার মামা মীর নুরুল আলম জানান, আনিতার বাবা মা জুরাইন মিষ্টির দোকান এলাকায় থাকতো। গত বিশদিন আগে আনিতার বাবা আবুল কালাম মারা যান। এরপর থেকে আনিতা আমাদের বাসায় নানীর সাথে থাকতো। আজিমপুর গভমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়তো। এক ভাই এক বোনের মধ্যে আনিতা ছিল ছোট। গতকাল রাতে খাওয়া দাওয়া করে নানীর সাথে ঘুমিয়ে পরে। ভোরে উঠে দেখা যায় আনিতা ড্রয়িং রুমে ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলে আছে। পরে আমরা নিজেরাই ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে পুলিশে খবর দেই।


সর্বশেষ সংবাদ