এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ০৮:২৮ AM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৪, ০৮:৩৫ AM
নরসিংদীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সাদিয়া আক্তার নরসিংদী শহরের শাপলাচত্বর এলাকার জাকির হোসেনের মেয়ে এবং নরসিংদী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
বুধবার (৩ এপ্রিল) বিকাল চারটার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, বিকাল ৪টার দিকে পাঁচদোনা এলাকায় অচেতন অবস্থায় সাদিয়াকে পাওয়া যায়। পরে তাকে এক পুলিশ সদস্য উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসেন এবং ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সামিয়া পাঠান জানান, বিকেল ৩টা ৫০মিনিটে সাদিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাইনি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।