তারাবি পড়ে ফেরার পথে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

 জাহিদ খান ঝলক
জাহিদ খান ঝলক  © সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ খান ঝলককে তারাবি পড়ে মসজিদ থেকে ফেরার পথে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঝলক উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ গ্রামের শামিনুর খানের ছেলে। তাকে ওই গ্রামেই কুপিয়ে হত্যা করা হয়।

সোমবার (১৯ মার্চ) রাতে সলিমাবাদ গ্রামে দুর্বৃত্তদের হামলায় আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সলিমাবাদ জামে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন ঝলক। পরে অর্ধেক নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হামলা করেন। তার চিৎকারে মসজিদ থেকে মুসল্লিরা বেরিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যার। 

পরে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে জাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: প্রেম করে বিয়ে, ৩ মাস পর ফাঁস নিলেন ববি ছাত্রী দেবশ্রী

ওসি জানান, জাহিদের শরীরের বিভিন্ন জায়গায় কোপানোর চিহ্ন রয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে।


সর্বশেষ সংবাদ