জাল ভোট দিতে এসে এসএসসি পরীক্ষার্থীসহ দুজন আটক

জাল ভোট দিতে এসে এসএসসি পরীক্ষার্থীসহ দুজন আটক
জাল ভোট দিতে এসে এসএসসি পরীক্ষার্থীসহ দুজন আটক  © সংগৃহীত

শরীয়তপুরের জাজিরার বড়কান্দি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে জাল ভোট দিতে এসে এক এসএসসি পরীক্ষার্থীসহ দুজনকে আটক করা হয়েছে। শনিবার (৯ মার্চ) বিকেলে বড়কান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ডুবিসায়বর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন,  শাওন মাদবর ও রাকিব মাদবর। রাকিব মাদবর ডুবিসায়বর বন্দর এলাকার রেজাউল মাদবরের ছেলে। সে এবছর চলমান মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে। আর শাওন মাদবর রামকৃষ্ণপুর এলাকার মনির মাদবরের ছেলে।

কেন্দ্র সূত্রে জানা যায়, গতবছরের ৯ সেপ্টেম্বর বড়কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি উদ্দিন খলিফার মৃত্যুতে ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন দেওয়া হয়। শনিবার বিকেলে ইউনিয়নটির ২ নম্বর ওয়ার্ডের ডুবিসায়বর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে জাল ভোট দিতে এসে আটক হন শাওন মাদবর নামের এক যুবক। এর ঘটনার কিছুক্ষণ পর একই অভিযোগে আটক হয় এক এসএসসি পরীক্ষার্থী। পরে দুজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আশরাফুজ্জামান গণমাধ্যমকে বলেন, জাল ভোট দিতে আসার অভিযোগে দুজনকে আটক করে রাখা হয়েছে। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। আটকদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ