প্রাথমিকের ৪ শিক্ষক পালিয়ে যুক্তরাজ্যে! জানেনা কর্তৃপক্ষ

  © সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন সহকারী শিক্ষক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদেশে গেছেন। দুই মাস থেকে ১১ মাস ধরে তাঁরা বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। দীর্ঘ সময় ধরে বিদেশে থাকলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বিদেশে যাওয়া চার শিক্ষক হলেন উপজেলার পতনঊষা ইউনিয়নের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইসরাত জাহান, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাবিবুর রহমান, বৃন্দাবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. মোরশেদুল ইসলাম ও সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুর্শেদা খাতুন। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা।

চার শিক্ষকের মধ্যে তিনজন স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে গেছেন বলে তাঁদের পরিবার সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তবে অপরজনের বিষয়ে তাঁর পরিবারের সদস্যরা কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘যাঁরা ছুটি কাটিয়ে বিদ্যালয়ে ফেরেননি বা না জানিয়ে কোথাও চলে গেছেন, তাঁদের আমরা নোটিশ পাঠিয়েছি। তাঁদের বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence