জুসের বোতলে অগ্নিসংযোগের প্রস্তুতিকালে ২ বিএনপির কর্মী আটক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ০৮:৩৪ AM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৩, ০৮:৩৪ AM
জুসের বোতলে পেট্রোল ভরে বাসে আগুন দেওয়ার প্রস্তুতিকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুটি টায়ার ও চার বোতল পেট্রোল জব্দ করা হয়। আটকৃতরা হলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারের লস্করদী মধ্যপাড়া এলাকার মো. অপু মিয়া ওরফে আকাশ (১৯) এবং একই এলাকার মো. ফয়সাল আহম্মেদ মেহেদী (২৪)।
সোমবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার লেঙ্গুরদী এলাকা থেকে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।
পুলিশ জানায়, বিএনপি-জামায়াতের ৫/৬ জন কর্মী অবরোধের সমর্থনে ভোর পৌনে ৬টার দিকে আড়াইহাজার-মদনপুর আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
এ সময় লেঙ্গুরদী এলাকা থেকে বিএনপি কর্মী অপু মিয়া ওরফে আকাশ এবং ফয়সাল আহম্মেদ মেহেদী জুসের বোতল নিয়ে বাসে আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পেট্রোল ও টায়ারসহ তাদের হাতেনাতে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়।
আরও পড়ুন: পুরান ঢাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব
আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ দাবি, আগুন দেওয়ার সময় বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।