ছাত্রদল ও বিএনপির কেন্দ্রীয় নেতাসহ সাতজনকে তুলে নেওয়ার অভিযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ১০:৩৪ AM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৩, ১০:৪৫ AM
ছাত্রদলের কেন্দ্রীয় এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতাসহ সাতজনকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠছে। এরমধ্যে দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ পাঁচজনকে ভৈরবের একটি বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে জানিয়েছে দলটি।
আজ শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। অন্যরা হলেন- বিএনপি নেতা নুরুজ্জামান, সাইফুল, বাড়ির মালিক মাযহারুল ও শরীফুল আলমের গাড়ি চালক রতন।
আরো পড়ুন: ড্যাফোডিল শিক্ষার্থীকে হত্যার তদন্ত ও বিচার দাবি ছাত্র অধিকার পরিষদের
এদিকে তেজগাঁওয়ের সাবেক কমিশনার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার এবং ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ও তেজগাঁও কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক নাজমূল আহসান সোহেলকে শুক্রবার রাতে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে। বিএনপি নেতা কাদের গনি চৌধুরী এ অভিযোগ করেছেন।