নোয়াখালীতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, ৬ মাসের কারাদণ্ড

শিয়ালের মাংস বিক্রি করায় আটককৃত ব্যাক্তি
শিয়ালের মাংস বিক্রি করায় আটককৃত ব্যাক্তি   © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে শিয়ালের মাংসকে ঔষধী গুনাগুণ সম্পন্ন মাংস হিসেবে আখ্যা দিয়ে বিক্রির অপরাধে আবুল বাশার (৫৫) নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার চৌমুহনী পৌরসভাধীন ব্যাংক রোড এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।

দণ্ডিত আবুল বাশার নোয়াখালীর সেনবাগ উপজেলার মজেদীপুর গ্রামের মৃত আব্দুর রশিদের  ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঔষধী গুনাগুণ সম্পন্ন মাংস হিসেবে আখ্যা দিয়ে বুধবার রাতে উপজেলার চৌমুহনী পৌরসভাধীন ব্যাংক রোড এলাকায় প্রকাশ্যে শেয়ালের মাংস বিক্রি করছিলেন আবুল বাশার। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত। অভিযানে সত্যতা পাওয়ায় আবুল বাশারকে ৬ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সহযোগিতা করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১ এর সদস্যরা।

উল্লেখ্য, শিয়ালসহ অন্যান্য বন্যপ্রাণী প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার পাতি শিয়ালকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসিল-১ এ সংরক্ষিত বন্যপ্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে যা ধরা, মারা, বিক্রি করা, খাওয়া, আইনত দণ্ডনীয় অপরাধ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence