রাজধানীতে শিক্ষার্থীর বুকে ছুরি বসিয়ে দিল বখাটেরা

লিমন আহামেদ
লিমন আহামেদ  © সংগৃহীত

রাজধানীর উত্তরায় এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। কথা-কাটাকাটির জেরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ১৪ নম্বর সেক্টরে লিমন আহামেদ (১৮) নামের ওই শিক্ষার্থীকে হত্যা করা হয় বলে জানা গেছে। তিনি আইইএস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উত্তরার বেসরকারি মেডিকেলে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাতে মৃত ঘোষণা করে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি উত্তরা পশ্চিম থানা-পুলিশকে জানানো হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

জামালপুর সদরের গৈনাতপুর এলাকার আব্দুল খালেক লিমনের বাবা। তিনি অটোরিকশাচালক। আগামী বছর এসএসসি পরীক্ষার্থী ছিল লিমন। ৫ নম্বর সেক্টরে ভাড়া বাসায় থাকতেন।

লিমনের বন্ধু দ্বীপ জানান, ১৪ নম্বর সেক্টরের জহুরা মার্কেটের সামনে থেকে চা পান করে তারা বাসায় ফিরছিলাম। এ সময় এলাকার তিনজন লিমনকে ডাক দেয়। সাড়া না দেওয়ায় গালিগালাজ শুরু করে। পরে লিমন কারণ জানতে চাইলে কথা-কাটাকাটি শুরু হয়। এর মধ্যে ধারালো অস্ত্র তার বুকে ঢুকিয়ে দেয়। দ্রুত লিমনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ