স্বামীকে খুন করে ৯৯৯ নম্বরে স্ত্রীর আত্মসমর্পণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ জুন ২০২৩, ০৯:৫৯ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
পারিবারিক কলহের জেরে স্বামী শামীম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে দায়ের কোপে হত্যা করেন স্ত্রী বানু বেগম (৩২)। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে আত্মসমর্পণের কথা বলেন তিনি। খবর পেয়ে পুলিশ ওই নারীকে আটক করে। ঘটনাটি ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজারের ক্যান্সার গলিতে।
বৃহস্পতিবার (২২ জুন) ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, আমরা ভোর ৪টার দিকে খবর পায়। বানু বেগম নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পরে আমরা নিহতের স্ত্রীকে আমাদের হেফাজতে নেই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করল ছেলে
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে ওই নারী জানায় এক মাস আগে বিয়ে করে তারা এই বাসায় উঠেছেন। বানু বেগমের আগের স্বামীর মৃত্যুর পর তিনি শামীম মিয়াকে বিয়ে করেন।
অন্যদিকে শামীম মিয়ার স্ত্রী ও বাচ্চা আছে। পারিবারিক কলহের জেরে বানু শামীম মিয়াকে দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। শামীম মিয়া আচার বিক্রি করতেন।