রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল চারজনের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ১১:১৫ AM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৩, ১১:১৫ AM
রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় নারীসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (১৫ এপ্রিল) ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস এ তথ্য জানান। নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে।
ওসি জানান, কুড়িল বিশ্বরোড, কাওলা ও জোয়ার সাহারায় ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হন। শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত ১০টা মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
কুড়িল বিশ্বরোড ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক (২৫) নিহত হয়েছেন। কাওলা এলাকায় অজ্ঞাত নারীর (৬০) মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জোয়ার সাহারায় একজন মারা গেছেন। তার নাম আব্দুল জলিল। এছাড়া বিমানবন্দর আশকোনা এলাকায় রেলগেটে ট্রেনের ধাক্কায় মোতালেব হোসেন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি রঙের কাজ করতেন।
শুক্রবার সকাল ৮টার দিকে আশকোনা হাজিক্যাম্প রেলগেটে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিমানবন্দর পুলিশ ফাঁড়ির কনস্টেবল মোমিনুল ইসলাম জানান, শুক্রবার সকালে একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মোতালেব। হেঁটে রেললাইন পার হচ্ছিলেন তিনি।