ফেসবুকে ১৮ সেকেন্ড লাইভ করে ট্রেনের নিচে ঝাপ শাকিলের

ট্রেনের নিচে ঝাপ দিয়েছেন এক যুবক
ট্রেনের নিচে ঝাপ দিয়েছেন এক যুবক  © প্রতীকী ছবি

ফেসবুক লাইভে ১৮ সেকেন্ড কথা বলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন শাকিল খান (২৪) নামে এক যুবক। বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ এনে লাইভে কান্নাকাটি করে ট্রেনের নিচে ঝাঁপ দেন গাইবান্ধা সদরের এ যুবক। 

এ ঘটনা ঘটে শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় গাইবান্ধা-বোনারপাড়া রেললাইনের স্টেডিয়াম এলাকায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। শাকিল খান সদর উপজেলার ভগবানপুর গ্রামের বাচ্চু খানের ছেলে। 

নিজের ফেসবুক পেজ থেকে লাইভে দাম্পত্য কলহ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হুমকি-ধমকির অভিযোগ করেন শাকিল। ঝাঁপ দেওয়ার এক ঘণ্টা আগে ফেসবুক লাইভে ১৮ সেকেন্ড কথা বলেন। 

ভিডিওতে দেখা যায়, সালাম জানিয়ে গ্রামের নাম ও বাবা-মায়ের পরিচয় জানান শাকিল। এরপর কান্নাকাটি করে এক মাস আগে বিয়ের কথা জানান। এর পর থেকে দাম্পত্য কলহ চলছিল। শ্বশুরবাড়ির লোকজন এ নিয়ে হুমকি-ধমকি দিয়ে আসছিল। এরপর লাইভ বন্ধ হয়ে যায়।

শাকিলের বাবার অভিযোগ, শাকিলের স্ত্রী বাবার বাড়িতে আছে। বিষয়টি মীমাংসা করে সংসার করার চেষ্টা করা হলেও স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি রাজি হয়নি। তারা শাকিলকে জেলের ভাত খাওয়ানোসহ বিভিন্ন হুমকি দিয়েছে। তার আত্মহত্যার জন্য স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি দায়ী।

স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যার আগে স্টেডিয়াম এলাকায় ঘোরাঘুরি করেন শাকিল। সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি।  

রেলওয়ে পুলিশের গাইবান্ধা ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান বলেন, মরদেহ উদ্ধারের পর ফাঁড়িতে রাখা হয়েছে। রাত ৮টার দিকে স্বজনরা তাকে শনাক্ত করেন। রবিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে মরদেহ। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি। 


সর্বশেষ সংবাদ