ছাত্রলীগ নেতার মা’কে মারধর করে অর্থ আত্মসাতের অভিযোগ

ছাত্রলীগ নেতার বাসায় হামলা করে লুট
ছাত্রলীগ নেতার বাসায় হামলা করে লুট  © সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ছাত্রলীগ নেতা হাফিজের বাসায় ঢুকে তার মা মোসা. হাচনা ভানুকে মারধর করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় বিএনপি সমর্থক কবির হাওলাদারের সাথে তর্কের জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে হাফিজ জানান।  

এ ঘটনায় হাফিজ তিন জনকে অভিযুক্ত করে দশমিনা থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি পটুয়াখালীর দশমিনা সরকারি আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।  

আরও পড়ুন: হাতে হারিকেন ধরিয়ে সরকারকে বিদায় দেওয়ার পালা: নুর

স্থানীয় সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার রাতে দশমিনা উপজেলার রনগোপালদী বাজারে ছাত্রলীগ নেতা হাফিজের সাথে স্থানীয় বিএনপি সমর্থক কবির হাওলাদারের তর্ক হয়। লিখিত অভিযোগে বলা হয় তর্কের কিছুক্ষণ পরে উত্তেজিত কবির হাওলাদার, রবিউল ইসলাম রুবেল, নাফিউল হাসান সনেট হাফিজের বাসায় গিয়ে ঘরে ঢুকে হাফিজের মাকে মারধর করে ৪৭ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

অভিযুক্ত কবির হাওলাদার সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন হাফিজ।

এ বিষয় দশমিনা থানার এস আই মেহেদী হাসান বলেছেন, এ ঘটনা উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ