আইফোন কিনতে গিয়ে মোটরবাইক-টাকা হারালেন তরুণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০৬:১০ PM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩, ০৬:১০ PM
সাভারের আশুলিয়ায় রাসেল মিয়া (২৫) নামের এক তরুণকে কমদামে আইফোন বিক্রির কথা বলে ডেকে নিয়ে তার কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা ও মোটরবাইক ছিনিয়ে নিয়েছে এক দল প্রতারক। রবিবার (৮ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার ইপিজেড সড়কে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে সোমবার (৯ জানুয়ারি) আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রাসেল মিয়া।
ভুক্তভোগী রাসেল গাজীপুরের দক্ষিণ ভাংনাটি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি বিক্রয় ডট কমে বিজ্ঞাপন দেখে আইফোন ১১ প্রো-ম্যাক্স মোবাইল কিনতে গাজীপুর থেকে আশুলিয়ায় এসেছিলেন নিজের মোটরবাইক করে। তবে এ ঘটনায় প্রতারক দলটির কারও পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন: প্রতিমন্ত্রীর ছেলের বিয়েতে ৫ লাখ টাকার উপহার দিয়েছেন প্রাথমিক শিক্ষকরা
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, অনলাইনে আইফোন বিক্রির বিজ্ঞাপন দেখে বিক্রেতার সঙ্গে যোগাযোগ করেন রাসেল। বিজ্ঞাপনদাতার ঠিকানা অনুযায়ী তিনি আশুয়ালিয়া আসেন। এ সময় আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি মোবাইল দেখান এবং দরদাম করে ৪০ হাজার টাকা নেন। পরে আইফোন না দিয়ে তারা রাসেলের কাছে থেকে তার ব্যবহারকৃত বাটন মোবাইল ও মোটরবাইক কেড়ে নেন।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দীন বলেন, এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।