প্রক্সি দিতে গিয়ে আটক মাদরাসাছাত্র, পরীক্ষার্থী বহিষ্কার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ০১:২৬ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২২, ০১:২৬ PM
রাজশাহীর পবায় আলিম পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন মোকবুল হোসেন নামে এক মাদরাসাছাত্র। পরে তাকে আটক করে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে প্রকৃত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৬ নভেম্বর) দুপুরে রাজশাহীর পবায় উপজেলার নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, আলিম পরীক্ষার্থী আবুল হায়াতের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন আলীগঞ্জ মধ্যপাড়া রুস্তম আলীর ছেলে মোকবুল হোসেন। মূল পরীক্ষার্থী ভালো ছাত্র না হওয়ায় তার পরিবর্তে পরীক্ষা দিতে আসেন মোকবুল।
এ সময় পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার ওই কেন্দ্র পরিদর্শনকালে মকবুল হোসেনকে সন্দেহ হয়। বিষয়টি কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকদের জানান তিনি। পরে মকবুলকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রবেশপত্র যাচাই বাছাই করে নিশ্চিত কেন্দ্র কর্তৃপক্ষ নিশ্চিত হয় যে, তিনি অন্যের পরীক্ষা দিতে গিয়েছেন।
আরও পড়ুন: কবরস্থানের গাছে ঝুলছিল এইচএসসি পরীক্ষার্থীর নিথর দেহ
প্রক্সির ঘটনা প্রমাণিত হওয়ায় সহকারী কমিশনার অভিজিৎ সরকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মকবুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে প্রকৃত পরীক্ষার্থীকে সকল পরীক্ষা থেকে বহিষ্কার করেন।