নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহ, শিক্ষকসহ ৪ জন কারাগারে

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে  © সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে সদর থানায় করা মামলায় দুই শিক্ষকসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (২২ অক্টোবর) ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক আলাউদ্দিন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট উপপরিদর্শক আব্দুল মালেক।

কারাগারে পাঠানো আসামিরা হলেন কেন্দ্র পরিদর্শকের দায়িত্বে থাকা ফাড়াবাড়ি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এ টি এম কবির ইকবাল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আহমেদ জিব্রীল, একই বিদ্যালয়ের অফিস সহকারী জহুরুল ইসলাম এবং পরীক্ষার্থী সফিকুল ইসলাম।

মামলার অন্য পলাতক আসামিরা হলেন পরীক্ষার্থী কাউছার, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সালেহা খাতুন, আয়া দীপ্তি রায়, সহকারী শিক্ষক তাপস দেবনাথ এবং অজ্ঞাতনামা আরও ৫-৭ জন।

আরও পড়ুন: প্রভাষক নেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষা চলাকালীন কেন্দ্রে নকল দিতে গিয়ে অন্য শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন ওই বিদ্যালয়ের অফিস সহকারী জহিরুল ইসলাম ও সিনিয়র শিক্ষক সালেহা খাতুন।

এসময় কেন্দ্র পরিদর্শক কবির ইকবাল জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো নকলের টুকরাটি ছিঁড়ে বারান্দায় ফেলে দেন। এসময় পরীক্ষার্থীরা প্রতিবাদ ও হট্টগোল শুরু করেলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহারিয়া নজির সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আহমেদ জিব্রীল তাদের আটকের নির্দেশ দিলে সদর থানা-পুলিশ তাদের আটক করে।

মামলা প্রসঙ্গে সদর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, মামলার পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ সংবাদ