এবার ইডেনের রিভা-রাজিয়ার পক্ষের নেত্রীর পাল্টা মামলা
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৯ AM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৯ AM
রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনায় পাল্টা মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে লালবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। ইডেন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক রিতু আক্তার বাদী হয়ে মামলাটি করেছেন ৷ তিনি ইডেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী হিসেবে পরিচিত৷
জানা গেছে, মামলায় জেবুন্নাহার শিলা, সামিয়া আক্তার বৈশাখী, মারজানা আক্তার উর্মি, কল্পনা বেগম, সোনালী আক্তার, সুস্মিতা বড়ৌ, আফরোজা রশ্মি, রুপা দত্ত, ফাতেমা খানম বিন্তি, সাদিয়া জাহান সাথী, সানজিদা পারভিন চৌধুরী, শেখ সানজিদা, এস এম মিলি, মারিয়া, শারমিন, জান্নাতুল ফেরদৌস, মনিকা তনচংগ্যা মিমি, মায়দা বেগম মায়া, তানজিলা আক্তারসহ অজ্ঞাত নামা চার-পাঁচজকে আসামি করা হেয়েছে।
আসামিদের অধিকাংশই ইডেন ছাত্রলীগ থেকে সদ্য বহিষ্কৃত এবং সভাপতি-সাধারণ সম্পাদকের বিরোধী হিসেবে পরিচিত। মারপিট করে জখমসহ হত্যার চেষ্টা, চুরি, ক্ষতি সাধন ও হুমকি দেওয়ার অভিযোগে ১৪৩/৩২৩/৩০৭/৩৭৯/৪২৭ /৫০৬ ধারায় মামলা করা হয়।
আরো পড়ুন: মায়ের অপহরণের দাবি ‘মিথ্যা’ — বললেন মরিয়ম মান্নান
এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এম এম মোর্শেদ বলেন, ইডেনের ঘটনায় থানায় মোট দু’টি মামলা হয়েছে। আমরা তদন্ত করছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে বুধবার (২৮ সেপ্টেম্বর) সাকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালতে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারন সম্পাদক রাজিয়া সুুুলতানার বিরুদ্ধে মামলা করেন কলেজ শাখা ছত্রলীগের সদ্য বহিষ্কৃত সহ -সভাপতি জান্নাতুল ফেরদৌসী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে লালবাগ থানাকে তদন্ত করে ২৩ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
ওই মামলার অন্য আসামিরা হলেন ইডেন কলেজের নুজহাত ফারিয়া রোকসানা, আয়েশা ইসলাম মিম, নূরজাহান, ঋতু আক্তার, আনিকা তাবাসুম স্বর্ণা ও কামরুন নাহার জ্যোতি। এছাড়া অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।