২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে কি বাংলাদেশ, যা বলছে পরিসংখ্যান

  © সংগৃহীত

ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডে পরিসংখ্যানে বাংলাদেশের অবস্থান সবচেয়ে ভালো। এই ফরম্যাটে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার অভিজ্ঞতাও আছে বাংলাদেশের। অথচ সেই ওয়ানডে ক্রিকেটেই এখন সবচেয়ে বাজে পরিস্থিতিতে দেশের ক্রিকেট। আইসিসির হালনাগাদ করা ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশম স্থানে নেমে গেছে টাইগাররা।

কয়েক বছর ধরে ৫০ ওভারের ক্রিকেটে ভালো সময় কাটছে না বাংলাদেশ ক্রিকেটের। গত ১২ মাসে ৯টি ওয়ানডে খেলে মাত্র একটিতে জয় পেয়েছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটি জিতলেও হেরেছিল সিরিজ।

গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের কাছে পছন্দের এই সংস্করণে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশও হয়েছে। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি ম্যাচ খেলে হেরেছে বাজেভাবে। যার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। 

২০০৬ সালের পর প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশম  স্থানে নেমে গেছে বাংলাদেশ। ২০০৬ সালের  ১৬ অক্টোবর প্রথমবারের মতো ৯ নম্বরে উঠেছিল টাইগাররা। এরপর আর কখনোই নিচে নামতে হয়নি তাদের। ২০১৭ সালের মে মাসে তো ষষ্ঠ স্থানেও উঠে আসে, যা বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাঙ্কিং।

র‍্যাঙ্কিংয়ের এমন অধঃপতনে দেশের ক্রিকেট নিয়ে শঙ্কা বাড়ছেই। সেই সঙ্গে শঙ্কা বাড়ছে ২০২৭-এর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া নিয়েও।

২০২৭ সালে ওয়ানডে ফরম্যাটের ১৪তম বিশ্বকাপের আসর বসবে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। ১৪ দলের সেই আসরে স্বাগতিক হিসেবে সরাসরি সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। এ ছাড়া বাছাই পর্ব ছাড়াই সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে র‍্যাঙ্কিংয়ের সেরা ৮ দল। আর বাকি ৪ দলকে বিশ্বকাপে জায়গা পেতে খেলতে হবে বাছাই পর্ব।

এদিকে স্বাগতিক হলেও আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় নামিবিয়াকেও বাছাই পর্বে খেলতে হবে।

র‍্যাঙ্কিংয়ে দশম স্থানে নেমে যাওয়ায় বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যদিও বিশ্বকাপে জায়গা নির্ধারিত হবে ২০২৭-এর ৩১ মার্চের র‍্যাঙ্কিং অনুযায়ী, কিন্তু যেভাবে বাংলাদেশের অবনতি হচ্ছে, তাতে কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। র‍্যাঙ্কিংয়ে উন্নতি না ঘটলে বাংলাদেশকে হয়তো বিশ্বকাপের টিকিট পেতে বাছাই পর্বে অংশ নিতে হবে।

আগামী বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে ষষ্ঠ স্থানে আছে। আরেক স্বাগতিক জিম্বাবুয়ে বাংলাদেশের ঠিক পরেই। দক্ষিণ আফ্রিকা যদি সেরা দশের বাইরে চলে না যায় বা জিম্বাবুয়েও যদি সেরা দশে জায়গা করে নিতে না পারে, তবে নবম স্থানে থেকেও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। কিন্তু যদি জিম্বাবুয়েও সেরা দশে ঢুকে পড়ে তবে দশম স্থানে থেকেও বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে টাইগাররা।

বাছাই পর্বে অংশ নেবে যেসব দল
দুই স্বাগতিক ও র‍্যাঙ্কিংয়ের সেরা আট দল বাদে বাকিরা খেলবে বাছাই পর্বে। যেখানে আইসিসির পূর্ণ সদস্য দেশ আয়ারল্যান্ড ছাড়াও স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, ওমান, কানাডা, নেপাল, নামিবিয়ার মতো দলগুলোর বিপক্ষে খেলতে হতে পারে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence