র‌্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের কাছেও জায়গা হারাল বাংলাদেশ

বাংলাদেশ দল
বাংলাদেশ দল   © সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে নারীদের বিভাগে আয়ারল্যান্ডের নিচে নেমে গিয়েছে বাংলাদেশ। একধাপ পিছিয়ে দশমস্থানে নেমে গেছে টাইগ্রেসরা। বাংলাদেশকে টপকে নবমস্থানে উঠে এসেছে আইরিশরা।

শুক্রবার (২ মে) নারী টি-টোয়েন্টি দলের বার্ষিক হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

সবশেষ ৯টি টি-টোয়েন্টি ম্যাচে জয় নেই বাংলাদেশের। এমনকি নিজেদের সবশেষ ২৩ ম্যাচে মাত্র তিনটি জিতেছে তারা। ফলে র‌্যাঙ্কিংয়ে অবনতি টাইগ্রেসদের। ১৯২ রেটিং পয়েন্ট নিয়ে দশমস্থানে বাংলাদেশ। তবে আয়ারল্যান্ডের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান খুব বেশি না টাইগ্রেসদের। মাত্র ২ রেটিং পিছিয়ে নিগার সুলতানা জ্যোতিরা। ১৯৪ রেটিং আয়ারল্যান্ডের। 

২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ম্যাচগুলোর ৫০ শতাংশ এবং পরের ম্যাচগুলোর শতভাগ পারফরম্যান্স বিবেচনায় র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। এ সময়ে ৯টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে মাত্র একটিতে জিতেছে এবং একটি ড্র। বাকি ৭টি সিরিজই হেরেছে নিগার সুলতানার দল।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে যুবাদের রাজসিক জয়

৫০ ভাগ ম্যাচ বিবেচনায় ৩৬ ম্যাচের মধ্যে ১৩টিতে জয় বাংলাদেশের। ৩৬ ম্যাচের মধ্যে আয়ারল্যান্ডের জয় ২০টিতে। শতভাগ বিবেচনায় ১৭ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় মাত্র তিনটিতে এবং আয়ারল্যান্ডের জয় ১০ ম্যাচের মধ্যে ৭টিতে।

গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল আয়ারল্যান্ড। 

এদিকে শীর্ষ আটে কোন পরিবর্তন হয়নি। অস্ট্রেলিয়া শীর্ষস্থান ধরে রেখেছে। দ্বিতীয় ও তৃতীয়স্থানে যথাক্রমে- ইংল্যান্ড ও ভারত। চতুর্থ থেকে অষ্টমস্থান পর্যন্ত যথাক্রমে বিশ্বচ্যাম্পিয়ন্স নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান। 

২০২২ সালের মে মাস থেকে অন্তত ৮টি টি-টোয়েন্টি না খেলার কারণে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং তালিকা থেকে মেক্সিকো, চেক প্রজাতন্ত্র, ওমান ও ঘানা বাদ পড়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence