নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের দল ঘোষণা বাংলাদেশের
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:২৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৫ PM
সফরকারী নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত দলে আছেন এনামুল হক বিজয়, এবাদত হোসেন এবং শরিফুল ইসলামের মতো তারকা ক্রিকেটাররা। জাতীয় দলে সুযোগের জন্য এই তিনজনকে পরখ করে দেখা হবে।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ইতোমধ্যেই বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন বিজয়। পাশাপাশি ওয়ানডে দলের জন্য তাকে পর্যবেক্ষণে রেখেছেন নির্বাচকরা।
পহেলা মে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুটি চার দিনের ম্যাচ রয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যথাক্রমে- ৫, ৭ এবং ১০ মে অনুষ্ঠিত হবে।
১৪ থেকে ১৭ মে সিলেটে প্রথম চারদিনের ম্যাচ এবং ২১-২৪ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও সফরের শেষ চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ‘এ’ দল (প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য): পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন, তানভীর ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রেজাউর রহমান রাজা।