ইতিহাস গড়ে জিম্বাবুয়েকে হারানোর স্বপ্ন মিরাজের

মেহেদী হাসান মিরাজ
মেহেদী হাসান মিরাজ   © সংগৃহীত

সিলেট টেস্টের প্রথম দিন শেষে অস্বস্তিতে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনে এসে সেই অস্বস্তি কিছুটা হলেও কমিয়েছেন মেহেদী হাসান মিরাজ-নাহিদ রানারা। প্রথম ইনিংসে নিজেদের ১৯১ রানের জবাবে জিম্বাবুয়েকে ২৭৩ রানের মধ্যেই বেঁধে ফেলেছে স্বাগতিকরা। তবে মিরাজের ফাইফার ছাপিয়েও ৮২ রানের লিড নিয়েছে রোডেশিয়ানরা। 

সফরকারীদের লিডের জবাবে ১ উইকেটে ৫৭ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। এতে ২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে স্বাগতিকরা। এমন পরিস্থিতিতেও ম্যাচ বাংলাদেশের হাতে রয়েছে বলে বিশ্বাস অলরাউন্ডার মিরাজের।

সংবাদ সম্মেলনে এসে এই অলরাউন্ডারের ভাষ্য, ‘প্রথমে আমাদের লিডটা পার করতে হবে। আমাদের প্রথম লক্ষ্য থাকবে লিড যেন পার করতে পারি। তারপর ব্যাটাররা দায়িত্ব নিয়ে যেন একটা স্কোর করতে পারি।’

মিরাজ যোগ করেন, ‘এখন যে উইকেট আছে, আমার মনে হয়, আমরা যদি ভালোভাবে ব্যাটিং করতে পারি, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, ৩৫০ থেকে যদি ৪০০ রান করতে পারি, এটা আমাদের দলের জন্য অনেক ভালো হবে।’

টেস্ট ক্যারিয়ারে ১১তম বার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়ে মিরাজ জানিয়েছেন, ম্যাচটা বাংলাদেশের পক্ষে জেতা সম্ভব। এজন্য দ্বিতীয় ইনিংসে ৩৫০ থেকে ৪০০ রানের স্কোর গড়তে হবে তাদের। 

তবে ইতিহাস বলছে, ৪০০ তো দূরের কথা, সিলেটের মাঠে রাজকীয় এই ফরম্যাটে কখনো ৩৫০ রানও করতে পারেনি বাংলাদেশ। এই মাঠে ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ স্কোর ৩৩৮ ও ৩১০ রান করেছিল বাংলাদেশ।

তার মতে, ‘আর টেস্ট ক্রিকেটে যদি ৩০০ রান লক্ষ্য দেওয়া হয়, চতুর্থ ইনিংসে এটা প্রতিপক্ষের জন্য অনেক কঠিন। কারণ, উইকেটে অনেক পরিবর্তন আসবে। কিন্তু এটা আমাদের ব্যাটারদের ওই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে।’


সর্বশেষ সংবাদ