জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

বাংলাদেশ দল
বাংলাদেশ দল   © সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিতে ১০ ওভারে ১৬৭ রানের লক্ষ্য তাড়ায় জিততে হতো ওয়েস্ট ইন্ডিজকে। তবে অধিনায়ক হেইলি ম্যাথিউসের ৭০ রানের সঙ্গে শিনিলে হেনরির ১৭ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংসেও বিশ্বমঞ্চ মাতানোর সমীকরণ মেলাতে পারেনি ক্যারিবিয়ানরা। স্বাগতিক পাকিস্তান ও ক্যারিয়ীয়দের বিপক্ষে হেরেও নেট রানরেটে এগিয়ে ভারতে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেয়েছে টাইগ্রেসরা।

থাইল্যান্ড ১৬৬ রানে অলআউট হওয়ায় নেট রানরেটে বাংলাদেশকে টপকাতে ১০ ওভারের মধ্যে ১৬৭ রান করতে হতো ওয়েস্ট ইন্ডিজকে। আরও সমীকরণ-ও ছিল ক্যারিবীয়দের সামনে। স্কোর সমান করার পর চার মেরে ১০ দশমিক ৪ ওভারে জিতলেই হতো কিংবা স্কোর সমান হওয়ার পর ছক্কা মেরে ১১ ওভারে জয় পেলে বিশ্বকাপে খেলতো ওয়েস্ট ইন্ডিজ।

তবে সমীকরণের মারপ্যাঁচে লক্ষ্যের একদম কাছে গিয়েও পারেনি ক্যারিবীয়রা। শেষ বলে ছক্কা মেরেই ম্যাচ শেষ করেছে, ১০ দশমিক ৫ ওভারে। কিন্তু সমীকরণ মেলানোর জন্য ম্যাচে স্কোর সমান করে চার বা ছক্কা মারার যে হিসেব, সেটি মেলাতে পারেনি।

এতে রানরেটে অল্প ব্যবধানে এগিয়ে বিশ্বকাপে নাম লিখিয়েছে বাঘিনীরা। এই ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের নেট রানরেট ছিল (-০.২৮৬), বাংলাদেশের (০ দশমিক ৬৩৯) থেকে কম। ১০ দশমিক ৫ ওভারে ১৬৬ রান তাড়া শেষে ওয়েস্ট ইন্ডিজের রানরেট দাঁড়িয়েছে ০ দশমিক ৬২৬, বাংলাদেশের (০ দশমিক ৬৩৯) থেকে যা একটু কম। এতে মারকুটে ব্যাটিংয়ে থাইল্যান্ডের বিপক্ষে ২৩৫ বল হাতে রেখে ৬ উইকেটের দুর্দান্ত জয়ের পরও বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে ৮ দল খেলবে। এর মধ্যে স্বাগতিক ভারতসহ ৬ দল আগেই বিশ্বমঞ্চের টিকিট পেয়েছে। বাকি দুটি জায়গার লড়াইয়ে নেমেছিল আরও ৬ দল। এর মধ্যে ৫ ম্যাচের সবকটি জিতে সবার আগে বিশ্বকাপে নাম লেখায় পাকিস্তান। এবার দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!