৫০ টাকায় বাংলাদেশের খেলা দেখার সুযোগ

বাংলাদেশ দল
বাংলাদেশ দল   © সংগৃহীত

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ খেলতে এরই মধ্যে বাংলাদেশে পাড়ি জমিয়েছে রোডেশিয়ানরা। গত ১৫ এপ্রিল বিকেলে ঢাকায় আসার পর প্রথম টেস্টের ভেন্যু সিলেটে চলে গেছে সফরকারীরা।

এদিকে রোডেশিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ৫০ টাকা খরচ করে এই সিরিজের ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। এই মূল্যে গ্রিন হিল এরিয়া, শহীদ তুরাব স্ট্যান্ড ও ওয়েস্টার্ন গ্যালারির টিকিট কিনতে পারবেন দর্শকরা।

অন্যদিকে সর্বোচ্চ ৫০০ টাকা খরচ করেও ম্যাচ দেখা যাবে, এই মূল্যে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কেনা যাবে। এ ছাড়া ক্লাব হাউজ ২৫০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট ১০০ টাকায় কেনা যাবে।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের টিকিট মধুমতি ব্যাংক পিএলসির আম্বরখানা শাখায় রোববার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে পাওয়া যাবে। এ ছাড়া শনিবার সকাল ৯টা থেকে স্টেডিয়াম কাউন্টারে টিকিট বিক্রি শুরু হবে।

এদিকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। তিন দিনের বিরতি দিয়ে সাগরিকায় নামবে দুই দল। এই ম্যাচ শেষেই ঢাকা ছাড়বে রোডেশিয়ানরা।


সর্বশেষ সংবাদ