বিশ্বকাপ-টিকিটের পথ কঠিন করে ফেলল বাংলাদেশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৬:৫২ PM , আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ০৬:৫২ PM

ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম তিন ম্যাচের তিনটিতেই জিতে সমীকরণ সহজ করেছিল বাংলাদেশ। তবে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ উইকেটে হেরে সমীকরণের মারপ্যাঁচে পড়ার শঙ্কায় টাইগ্রেসরা। গ্রুপ পর্বে পঞ্চম ও শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। ওই ম্যাচে হারলেই সমীকরণের ফাঁদে পড়বে লাল-সবুজের প্রতিনিধিরা।
স্বাগতিকদের সঙ্গে বাংলাদেশ হারলে এবং থাইল্যান্ডকে ওয়েস্ট ইন্ডিজ বড় ব্যবধানে হারালে ও আয়ারল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড জিতলে ৩ দলেরই পয়েন্ট সমান ৬ হবে। রবিন রাউন্ড পদ্ধতিতে নেট রানরেটে এগিয়ে দুই দল মূলপর্বের টিকিট কাটবে। অবশ্য এই সমীকরণে বেশ এগিয়ে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) লাহোরের স্পোর্টস কমপ্লেক্সে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে বাংলাদেশ। জবাবে ৪ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
লাল-সবুজের হয়ে ওপেনার ফারজানা হক ও তিনে নামা শারমিন আক্তার এই ম্যাচেও দাপট দেখিয়েছেন। ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর ১১৮ রানের জুটি গড়েছিলেন তারা। ৪২ রানে ফারজানা ফিরলে ভাঙে এই জুটি। এ ছাড়া ৭৯ বলে ৬৭ রানের ইনিংস খেলেন শারমিন।
মিডল-অর্ডারে জ্যোতি (৫), ঋতুমনি (১৫), স্বর্ণা আক্তার (৬) ও ফাহিমা খাতুন (৯) ব্যর্থ হওয়ায় বড় পুঁজি পায়নি বাংলাদেশ। তবে লোয়ার-অর্ডারে নাহিদা আক্তারের ২৫ ও রাবেয়া খান ২৩ রানের সুবাদে দুইশ ছাড়ানো পুঁজি পায় টাইগ্রেসরা।
জবাবে ক্যারিবিয়ানদের পাঁচ ব্যাটার ছোট ছোট ইনিংসে দলের জয় নিশ্চিত করেন। এর মধ্যে হার না মানা ইনিংসে ফিফটির দেখা পেয়েছেন সিনেল্লা হেনরি (৪৮ বলে ৫১)। এ ছাড়া ওপেনার কিয়ানা জোসেপ ৩১, সীমাইন ক্যাম্পবেলা ২৪, স্টিফেন টেইলর ৩৬ ও হেইলি ম্যাথিউস ৩৩ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশের পেসার মারুফা আক্তার দুই উইকেট নেন।