লাহোর কালান্দার্স কি আজ রিশাদকে খেলাবে?

রিশাদ হোসেন
রিশাদ হোসেন  © ফাইল ফটো

বাংলাদেশের ২২ বছর বয়সী লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পুরো মৌসুমের জন্য ছাড়পত্র দিয়েছে বিসিবি। এখন তিনি পাকিস্তানে অবস্থান করছেন। সবকিছু ঠিকঠাক হলে দলে সুযোগ পেতে পারেন এই লেগ স্পিনার।

পিএসএল প্লেয়ার্স ড্রাফটে রিশাদকে ডায়মন্ড ক্যাটাগরি থেকে ৮৫ হাজার মার্কিন ডলারে (এক কোটি টাকার কিছু বেশি) কিনেছিল লাহোর কালান্দার্স। দলটির হয়ে খেলতে গত সোমবার পাকিস্তানে গেছেন রিশাদ। রাওয়ালপিন্ডিতে আজ রাতে আসরের উদ্বোধনী ম্যাচেই খেলতে নামছে লাহোর, প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড।

এখন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন—লাহোর কালান্দার্স কি আজ রিশাদকে খেলাবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে রাত ৯টায় টস হওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে লাহোরের স্কোয়াডের দিকে তাকালে ও রাওয়ালপিন্ডির কন্ডিশন বিবেচনায় নিলে রিশাদের খেলার সম্ভাবনা নিয়ে একটা ধারণা তৈরি হতে পারে।

পিএসএলে দুবারের চ্যাম্পিয়ন (২০২২ ও ২০২৩) লাহোর কালান্দার্স এবার স্কোয়াড সাজিয়েছে ২০ খেলোয়াড় নিয়ে। এর মধ্যে ১৩ জন পাকিস্তানি বা স্থানীয়, ৭ জন বিদেশি। আইপিএল, বিপিএলের মতো পিএসএলেও একটি দল একাদশে সর্বোচ্চ ৪ বিদেশি রাখতে পারে। একাদশে জায়গা করে নিতে রিশাদের প্রতিযোগিতা হবে বিদেশিদের সঙ্গেই।

লাহোরে রিশাদের সঙ্গে আরও ছয় বিদেশি হলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, ইংল্যান্ডের স্যাম বিলিংস ও টম কারেন, নামিবিয়ার ডেভিড ভিসা, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ও শ্রীলঙ্কার কুশল পেরেরা।

বিলিংস ও পেরেরা উইকেটকিপার হওয়ায় তাঁদের মধ্যে যেকোনো একজনকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিলিংসের খেলার সম্ভাবনা বেশি। কয়েক বছর ধরে নিউজিল্যান্ড ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা হয়ে থাকা মিচেলও একাদশে থাকবেন, তা একরকম নিশ্চিত।

লাহোরের বাকি চার বিদেশিই অলরাউন্ডার। বাংলাদেশের রিশাদ লেগ স্পিনের পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাট হাতে ঝড় তুলতে পারেন। রাজা মিডল অর্ডারে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারতে পারেন। এর সঙ্গে অফ ব্রেক–লেগ ব্রেক দুই ধরনের বোলিং করতে পারেন। বোলিং অ্যাকশন সুনীল নারাইনের মতো হওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে তাঁকে খেলতে প্রতিপক্ষ অনেক ব্যাটসম্যানকেই বেগ পেতে হয়েছে। তাই রাজারও খেলার সম্ভাবনা বেশি।

অন্য দুজন ভিসা ও কারেন পেস বোলিং অলরাউন্ডার। এই দুজনের মধ্যে হয়তো একজনকে একাদশে রাখবে লাহোর। সেটা হলে পিএসএলে অভিষেকের অপেক্ষা বাড়বে রিশাদের।

কিন্তু লাহোরের স্কোয়াড এবার আরও বেশি পেসসমৃদ্ধ। সেই তুলনায় স্পিনারের সংখ্যা কম। স্কোয়াডের ছয় পেসারই পাকিস্তানি—শাহিন শাহ আফ্রিদি এবারও দলকে নেতৃত্ব দেবেন। পাকিস্তান দলের নিয়মিত মুখ হারিস রউফও থাকছেন একাদশে। অন্য চার পেসার জাহানদাদ খান, জামান খান, মোহাম্মদ আজাব ও সালমান মির্জার মধ্যে প্রথম দুজনের খেলার সম্ভাবনা বেশি।

অর্থাৎ চার স্থানীয়কে দিয়ে পেস আক্রমণ সাজালে বিদেশি পেসার ভিসা ও কারেনকে একাদশে রাখবে না লাহোর টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে কপাল খুলতে যেতে পারে রিশাদের।

তা ছাড়া স্কোয়াডে থাকা দুই স্থানীয় স্পিনার আসিফ আফ্রিদি ও মোমিন কামারের চেয়ে রিশাদের ওপরই আস্থা রাখতে চাইবে লাহোর। আসিফ সর্বশেষ পিএসএলে খেলেছেন ২০২২ সালে। মোমিন একেবারেই অনভিজ্ঞ; স্বীকৃত টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোটে তিনটি।

আজ লাহোর–ইসলামাবাদ ম্যাচ হবে রাওয়ালপিন্ডির সতেজ পিচে, যেটিকে ব্যাটিং–সহায়ক মনে করা হচ্ছে। এ ধরনের পিচে দলগুলোকে প্রায়ই লেগ স্পিনারকে ‘তুরুপের তাস’ হিসেবে কাজে লাগাতে দেখা যায়।

মজার ব্যাপার হলো, লাহোর–ইসলামাবাদ দুই দলের লেগ স্পিনার আছেন একজন করে। ইসলামাবাদের অধিনায়ক হওয়ায় প্রত্যাশিতভাবেই খেলবেন শাদাব খান। তাঁকে ‘পাল্টা জবাব’ দিতে লাহোর রিশাদকে খেলাতে পারে।

আরেকটি বিষয় রিশাদের পক্ষে যেতে পারে। লাহোর কালান্দার্স অধিনায়ক শাহিন আফ্রিদি ও পেসার জাহানদাদ খানকে এ বছর বিপিএলে ফরচুন বরিশালের সতীর্থ হিসেবে পেয়েছিলেন রিশাদ। তাঁদের মধ্যে বিশেষ করে আফ্রিদির সঙ্গে রিশাদের সম্পর্কটা অনেকটা বন্ধুর মতো। ফরচুন বরিশালের সতীর্থ হিসেবে রিশাদের সামর্থ্য সম্পর্কে বেশ ভালো ধারণা জন্মেছে আফ্রিদি। তাই তিনি নিশ্চয় রিশাদকে একাদশে রাখতে চাইবেন।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদ ইদানীং ‘সৌভাগ্যের দূত’ হয়ে উঠেছেন। গত বছর গ্লোবাল টি–টোয়েন্টি লিগে তাঁকে কিনেছিল টরোন্টো ন্যাশনালস, বিগ ব্যাশে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। আর এ বছর বিপিএল খেলেছেন ফরচুন বরিশালের হয়ে। এই তিনটি দলই চ্যাম্পিয়ন হয়েছে। এবার নিশ্চয় লাহোরের হয়ে পিএসএল শিরোপা জেতার পালা রিশাদের!

লাহোর কালান্দার্সের সম্ভাব্য একাদশ:
ফখর জামান, আবদুল্লাহ শফিক, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস (উইকেটকিপার), সিকান্দার রাজা, আসিফ আলী, শাহিন আফ্রিদি, রিশাদ হোসেন, হারিস রউফ, জাহানদাদ খান ও জামান খান।


সর্বশেষ সংবাদ