রাজধানীতে একরাতে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ তিন শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ মে ২০২৫, ০৬:০১ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৪ PM
রাজধানীর খিলগাঁও, যাত্রাবাড়ী ও বাড্ডা এলাকায় এক রাতেই তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে নগরজুড়ে। সোমবার (৫ মে) দিবাগত রাতে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। হতাশা, পড়াশোনার চাপ ও পারিবারিক শাসন—এই ত্রিমুখী চাপেই তারা আত্মহননের পথ বেছে নিয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা পুলিশের।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, খিলগাঁওয়ের উত্তর গোড়ান নবীনবাগ এলাকার একটি বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অষ্টম শ্রেণির ছাত্রী সামিয়া আক্তারকে (১৪)। অচেতন অবস্থায় তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনাখোলার কবির শিকদারের মেয়ে সামিয়া রাজধানীর একটি স্কুলে অধ্যয়নরত ছিল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
একই রাতে খিলগাঁওয়ের রসুলবাগ এলাকায় নিজের কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহাবুল ইসলামকে (২৪)। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের এই তরুণ ইইই বিভাগে পড়তেন। শিহাবুলের বোন জানান, সেমিস্টার পরীক্ষায় ভালো না হওয়ার শঙ্কায় তিনি মানসিক চাপে ভুগছিলেন, যা তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে থাকতে পারে।
অন্যদিকে, যাত্রাবাড়ীর কাজলা এলাকার একটি বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ১৪ বছর বয়সী স্কুলছাত্রী প্রিয়ন্তী সরকারকে। পরিবারের সদস্যরা জানান, পড়াশোনা নিয়ে অভিভাবকদের শাসনের কারণে মানসিক চাপে ভুগছিল সে। দরজা বন্ধ করে দীর্ঘ সময় সাড়া না দিলে ছিটকানি ভেঙে তাকে উদ্ধার করা হয় এবং ঢামেকে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট থানাগুলোতে প্রতিটি ঘটনার পৃথক অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।