বায়ুদূষণে আজও শীর্ষে রাজধানী ঢাকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ মে ২০২৫, ১০:২৯ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বায়ু দূষণ দিন দিন বেড়েই চলেছে। আজ বৃহস্পতিবার (০১ মে) মহান মে দিবসের ছুটি উপলক্ষ্যে ব্যস্ততা কমেছে নগরজীবনে। তবে যানজট কম থাকা সত্ত্বেও বায়ুদূষণে আজও শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সকাল ৯টার পর এ তথ্য প্রকাশ করে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৯১ স্কোর নিয়ে আজ ঢাকা রয়েছে প্রথম অবস্থানে। ফলে আজও জনস্বাস্থ্যের জন্য ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যমতে, প্রতিবেশী ভারতের দুটি শহরকে ছাড়িয়ে বায়ু দূষণে শীর্ষস্থান দখল করেছে ঢাকা।
আইকিউএয়ার প্রকাশিত তথ্যে দেখা যায়, সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা কলকাতার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ১৭৪। তৃতীয় স্থানে থাকা দিল্লির স্কোর ১৬৭, আর ১৬৬ স্কোর নিয়ে কুয়েত সিটি রয়েছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে থাকা লাহোরের স্কোর ১৬৩। বাকি শীর্ষ দশ শহরের বায়ুমানের স্কোর রয়েছে ১৬২ থেকে ১২৯ এর মধ্যে।
স্কোর ০ থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে গণ্য করা হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।