গাজীপুরে গ্যাসের আগুন : অন্তঃসত্ত্বা তাসলিমাও মারা গেছেন

  © সংগৃহীত

গাজীপুরে রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের লিকেজের আগুনে দগ্ধদের মধ্যে তাসলিমা নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। ৩০ বছর বয়সী তাসলিমা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সেখানেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে বলেন, ‘আজ সকাল ৬টায় তাসলিমাও মারা গেছেন। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি সন্তানসম্ভবা ছিলেন।’

দুদিন আগে নগরের মোগরখাল মোল্লা মার্কেট এলাকাযর ওই অগ্নিদুর্ঘটনায় এ নিয়ে দুজনের মৃত্যু হলো। এর আগে সীমা নামের ৩০ বছর বয়সী এক নারী মারা যান। তার শরীরে ৯০ শতাংশ পুড়ে যায়।

পারভীনের স্বামী মাজহারুল ইসলাম বলেন, ওই বাসায় তারা ভাড়া থাকেন। ঘটনার সময় তিনি বাইরে ছিলেন, খবর পেয়ে বাসায় যান। দগ্ধ অন্যরাও ওই বাড়ির ভাড়াটিয়া।

তিনি আরও বলেন, ‘যতটুকু জানতে পারছি সিলিন্ডার থেকে ঘরের মধ্যে গ্যাস জমে ছিল। চুলা জ্বালাইতে গেলে বিকট শব্দে ঘরের মধ্যে আগুন ধরে যায়। পরে বাড়িতে থাকা অন্যরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।’

গত রোববার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকার একটি বাড়ির রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগলে দুই শিশুসহ পাঁচ জন দগ্ধ হন। আহত অবস্থায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তাদের মধ্যে পারভিন (৩৫), তার ছেলে আইয়ান (১ বছর ৬ মাস) এবং তানজিলা (১০) এখনো বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

ওই চিকিৎসক বলেন, ‘পারভীনের শরীরের ৩২ শতাংশ, তানজিলার ৯০ শতাংশ এবং আইয়ানের শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে। তাদের পোড়ার মাত্রাও অনেক বেশি। তাদের অবস্থা ভালো না, আশঙ্কাজনক।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence