পরীক্ষায় বই দেখে নকল, বহিষ্কার ১৪ পরীক্ষার্থী
- জামালপুর প্রতিনিধি
- প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ PM

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চলমান এসএসসি ও সমমানের ভোকেশনাল পরীক্ষায় বই ও মোবাইল ফোন ব্যবহার করে নকল করার অভিযোগে ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বে থাকা তিনজন শিক্ষককে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে, মাদারগঞ্জ উপজেলার ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম।
জানা গেছে, কেন্দ্রের নিয়ন্ত্রণ কর্মকর্তা ও মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদুল ইসলাম নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে কেন্দ্রে উপস্থিত হন। এ সময় তিনি পরীক্ষার্থীদের কাছে চিরকুট, পাঠ্যবই এবং মোবাইল ফোন পাওয়া যায়, যা ব্যবহার করে তারা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করছিল।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম বলেন, শিক্ষার্থীদের শৃঙ্খলায় রাখতে আমরা শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছি। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের ঘটনাও তারই অংশ। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। কেউ যদি পরীক্ষার নিয়ম ভঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন প্রতিটি কেন্দ্রে নিয়মিত তদারকি চলছে। যারা পরীক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এদিকে স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকরা প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, এ ধরনের কঠোর ব্যবস্থা ভবিষ্যতে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং প্রকৃত মেধাবীরা ন্যায্যভাবে তাদের ফলাফল অর্জনের সুযোগ পাবে।
প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি পরীক্ষায় জামালপুর জেলার বিভিন্ন উপজেলায় কিছু কেন্দ্রে নকল ও অনিয়মের অভিযোগ উঠেছে। এসব বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং ও দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।