আল-আকাবা সমবায় কেলেঙ্কারির ঘটনায় যা বলেছে জামায়াতে ইসলামী
- জামালপুর প্রতিনিধি
- প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৩০ AM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৩০ AM

আল-আকাবা সমবায় সমিতিসহ বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দলটির মাদারগঞ্জ উপজেলা শাখা।
বুধবার (২৩ এপ্রিল) মাদারগঞ্জে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ফরহাদ হোসেন লিখিত বক্তব্যে বলেন, জেলার বিভিন্ন সমবায় সমিতির মালিকরা সাধারণ মানুষের শত শত কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে গেছেন। এতে একজন গ্রাহক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, যা অত্যন্ত মর্মান্তিক।
তিনি দাবি করে বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই দুর্নীতির বিরুদ্ধে এবং ক্ষতিগ্রস্তদের অধিকার আদায়ের যেকোনো ন্যায্য আন্দোলনে দলটি সহযোগিতা করবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, আল-আকাবা সমবায় সমিতির সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি অতীতে জামায়াতের সঙ্গে যুক্ত থাকলেও, ব্যবসায়িক নীতি-নৈতিকতা লঙ্ঘনের কারণে প্রায় দুই বছর আগে তাদের সংগঠন থেকে অব্যাহতি ও বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তাদের সঙ্গে জামায়াতের কোনো ধরনের সম্পর্ক নেই।
ফরহাদ হোসেন জানান, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে সংগঠনকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে, যা খুবই দুঃখজনক।
তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, আদর্শিকভাবে জামায়াতে ইসলামী কোনো প্রকার দুর্নীতিকে সমর্থন করে না এবং ভবিষ্যতেও করবে না। তারা এই বিভ্রান্তিমূলক প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর মাদারগঞ্জ উপজেলা শাখার অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।