গুলশানের সড়কে ময়লা ফেলেছেন পরিচ্ছন্নতাকর্মীরা, তীব্র যানজট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৪:১২ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৪:১২ PM

বেতন-ভাতা নিয়মিত না পাওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর নতুন বাজার সড়কে ময়লা ফেলে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে এ ঘটনায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, নতুন বাজার থেকে নর্দা অভিমুখী সড়কের পাশে থাকা ময়লার ডিপোটিতে তালা ঝুলানো ছিল। এতে ক্ষুব্ধ পরিচ্ছন্নতাকর্মীরা সড়কের ওপর ময়লা ফেলে প্রতিবাদ জানান। পরে ট্রাফিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ কর্মীদের বুঝিয়ে সড়ক থেকে ময়লা অপসারণের কাজ শুরু করেন।
পরিছন্নতা কর্মীদের অভিযোগ, চার মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। তাই সড়কে ময়লা ফেলে রেখে প্রতিবাদ জানিয়েছেন তারা।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট আনিসুর রহমান ঘটনাটির একটি ভিডিও তার ফেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার দিয়ে লিখেছেন, পরিচ্ছন্ন কর্মীরা বকেয়া বেতনের দাবিতে নতুনবাজার এলাকায় রাস্তার মাঝখানে ময়লা ফেলে আন্দোলন করছেন।
ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বর্জ্যে ভর্তি ট্রাকগুলো সড়কের পাশে দাঁড়িয়ে রয়েছে এবং সেগুলোর চারপাশে ছড়িয়ে রয়েছে বিশাল ময়লার স্তূপ। এতে সড়কটি আরও সংকীর্ণ হয়ে পড়ে। বর্জ্য ব্যবস্থাপনার পোশাক ও ক্যাপ পরা কর্মীরা নিজ নিজ ভ্যান উল্টে সড়কের ওপর ময়লা ফেলে দেন।
এদিকে এলাকাটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন হওয়ায় সংস্থাটির কাছে সার্বিক বিষয় জানতে চাইলে মুখপাত্র মকবুল হোসাইন বলেন, তারা বেতনের দাবিতে আন্দোলন করছে তাদের পাওনা সিটি কর্পোরেশনের কাছে নয়। তাদের দাবি তাদের পরিচালনা করা কন্ট্রাটর বা ইজারা যারা নিয়েছে তাদের কাছে। ওখানকার পরিস্থিতিসহ কেন তারা এমন করছে, কারা তাদের বকেয়ে বেতন পরিশোধ করেনি, এখানে ফল্ট কার- সার্বিক বিষয়ে খোঁজ নিয়ে জানানো হবে।