আনোয়ারায় পুলিশের ওপর হামলায় রাতভর অভিযান, গ্রেপ্তার ৭
- আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
- প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০১:১৪ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০১:১৪ PM

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গতকাল সোমবার রাতে এই অভিযানে বিভিন্ন স্থান থেকে এসব অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি ও পুলিশের উপর হামলার অভিযোগে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- ভিংরোল গ্রামের মমিনুর রশিদের পুত্র এরফানুর (৩১), ডুমুরিয়া গ্রামের আজম আলীর পুত্র মো. আনিসুর রহমান আরফাত (২৬), দুধকুমড়া গ্রামের মৃত জাগির আহমেদের পুত্র নুরুল আবছার (৫৫), উত্তরবন্দর গ্রামের মৃত আলি আহমেদের পুত্র আবুল কালাম আজাদ(৫৩), পীরখাইন গ্রামের মো. সামসুল আলমের পুত্র মো. শফিউল আলম(২৬), দুধকুমড়া গ্রামের জাগির হোসেনের পুত্র মোহাম্মদ কাসেম(৪৫), তেকোটা গ্রামের মৃত গুড়া মিয়ার পুত্র মো. মোস্তাক আহমেদ (৫৫)।
ওসি মনির হোসেন বলেন, ‘জনগণের শান্তি ও নিরাপত্তা রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে লক্ষ্যে টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।’ এছাড়া যেকোনো সন্দেহজনক ঘটনা বা ব্যক্তি সম্পর্কে পুলিশকে তাৎক্ষণিক অবহিত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।