শহীদ সাগরকে নিয়ে শিক্ষা কর্মকর্তার কটুক্তির অভিযোগ, মর্মাহত বাবা

শিক্ষা অফিসার মনিকা পারভীন
শিক্ষা অফিসার মনিকা পারভীন  © সংগৃহীত

ময়মনসিংহে জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ রিদওয়ান হোসেন সাগরকে নিয়ে কটুক্তির অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীনের বিরুদ্ধে। শহীদের পিতা আসাদুজ্জামান আসাদ এই ঘটনায় চরম মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় মেয়ের স্কুল সার্টিফিকেট সংশোধনের বিষয়ে খোঁজ নিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীনের কক্ষে যান আসাদুজ্জামান। জানা যায়, সাগরের বোন আফিয়া তাবাসুম সুপ্তির সার্টিফিকেট সংশোধনের জন্য গত ৯ এপ্রিল আবেদন করা হয়েছিল। ওই আবেদনের অগ্রগতি জানতে গিয়ে পিতাকে অপমানজনক আচরণের শিকার হতে হয়।

অভিযোগে আসাদুজ্জামান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ময়মনসিংহে আন্দোলনের সময় আমার ছেলে শহীদ হয়েছে। আমি পরিচয় দেওয়ার পরও অফিসার আমার সঙ্গে বাজে ভাষায় কথা বলেন এবং আমার ছেলে নিয়ে ব্যঙ্গ করেন। বিষয়টি আমাকে গভীরভাবে আঘাত করেছে। আমি এ বিষয়ে সহকারী বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারের কাছে বিচার চেয়েছি।

এ বিষয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জেলা শিক্ষা কর্মকর্তাকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তার এক সহকর্মী ফোন রিসিভ করে জানান, মনিকা পারভীন জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে বাইরে গেছেন এবং মোবাইল ফোন অফিসে রেখে গেছেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ বলেন, বিষয়টি মাত্র শুনেছি। আমরা এ নিয়ে মিটিং করছি। পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, বৈষম‍্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় ছাত্রদের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলায় গুলিবিদ্ধ হয়ে রেদোয়ান হোসেন ওরফে সাগর (২৪) নিহত হন। তিনি নগরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে। ময়মনসিংহের প্রথম শহীদ হন কলেজ শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগর।

প্রসঙ্গত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন ২০২৩ সালের ১৯ জানুয়ারি ময়মনসিংহে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence