ঈদমেলায় ফুচকা খেয়ে শিশু ও গর্ভবতীসহ হাসপাতালে ভর্তি শতাধিক

ফুচকা খেয়ে অসুস্থ নারী, পুরুষ ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন
ফুচকা খেয়ে অসুস্থ নারী, পুরুষ ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন  © সংগৃহীত

যশোরের অভয়নগরে ঈদমেলায় ফুচকা খেয়ে শিশু ও গর্ভবতী নারীসহ শতাধিক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় ১৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ফুচকা দোকানি মনিরুজ্জামান পলাতক আছেন। 

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে গভীর রাত পর্যন্ত অসুস্থ এসব রোগীদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে, সোমবার (৩১ মার্চ) রাতে উপজেলার দেয়াপাড়া গ্রামে ভৈরব ব্রিজের পাড়ে ঈদমেলার একটি অস্থায়ী দোকানের ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারা। 

হাসপাতালে ভর্তি রোগীরা জানান, অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব ব্রিজের পূর্বপাশে মনিরুজ্জামানের চটপটির দোকান রয়েছে। সেখানে ‘হাড়ি ফুচকা’ নামে ফুচকা বিক্রি হচ্ছিল। ঈদের দিন বিকেলে সেখান থেকে অনেকে ফুচকা খান। রাত ১২টার দিকে তাদের বমি ও ডায়রিয়া শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে হাসপাতালে ভর্তি হতে থাকেন অসুস্থরা। 

কাপাশহাটি গ্রামের বাসিন্দা মাওলানা তাকিব হুসাইন জানান, ঈদের দিন মেলায় ফুচকা খেয়ে তার পরিবারের তিন জন, বেঙ্গল টেক্সটাইল মিলের ইমাম সাহেবের পরিবারের আট জন, প্রেমবাগ গ্রামের এক পরিবারের পাঁচ জন, যথাক্রমে আসাদুল, তার স্ত্রী সুমাইয়া, ছেলে সোহাগ ও সিয়াম, মেয়ে বৃষ্টিসহ কমপক্ষে ৫০/৬০ জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। 

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব জানান, ঈদের দিন মেলা থেকে ফুচকা খেয়ে ফুড পয়জনিং (ডাইরিয়ায় আক্রান্ত) হয়ে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। আক্রান্তদের মধ্যে শিশু, বয়স্ক ও গর্ভবতী নারীসহ গুরুতর কিছু রোগী রয়েছেন। আশঙ্কাজনক হওয়ায় ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলিম বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। ফুচকা ব্যবসায়ীকে আমরা খুঁজছি। তার বাড়ি সদর উপজেলায় বলে জানা গেছে।’


সর্বশেষ সংবাদ