আ.লীগ নেতার নেতৃত্বে হামলার অভিযোগ, আহত ৪

আ.লীগ নেতার নেতৃত্বে হামলায় আহত ব্যক্তি হাসপাতালে
আ.লীগ নেতার নেতৃত্বে হামলায় আহত ব্যক্তি হাসপাতালে   © টিডিসি ফটো

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাঁটার পথ বন্ধ করা নিয়ে সালিস বৈঠকের একপর্যায়ে হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন গুরুতর আহত হয়েছেন। হামলার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার সরাইগাঙ্গা গ্রামের মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, গোপালপুর ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুমন মেম্বারের লোকজন নৃশংসভাবে হামলা চালায় আলাল ও তার ভাই-ভাতিজাদের ওপর। এতে হাফিজ বিশ্বাস (৩২), কেরামত বিশ্বাস (৪০), সাওন বিশ্বাস (২৫) ও কহিনুর (৪৩) মারাত্মক আহত হন।

স্থানীয়রা জানান, ১৯৮৪ সালে মৃত আবু তালেব গোপালপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নামে একটি জমি দান করেন। দলিলে উল্লেখ ছিল, যদি মাদ্রাসা না হয়, তাহলে জমির মালিকানা দাতার পরিবার ফিরে পাবে। ৪১ বছরেও মাদ্রাসা স্থাপিত না হওয়ায় জমিদাতা পরিবার স্থানীয়দের সহায়তায় সেখানে একটি মসজিদ নির্মাণ করে।

মসজিদের সামনে থাকা হাঁটার পথ বন্ধ করে দেন সুমন মেম্বার। এতে স্থানীয়দের সঙ্গে তার বিরোধ শুরু হয়। বিষয়টি নিয়ে সালিস বৈঠকে তর্কাতর্কির একপর্যায়ে সুমন মেম্বারের অনুসারীরা অতর্কিত হামলা চালালে চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


সর্বশেষ সংবাদ