মসজিদের ছাদে মিলল বৃদ্ধের মরদেহ
- ভোলা জেলা প্রতিনিধি
- প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০২:৫৮ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৫, ০৩:০০ PM

ভোলার চরফ্যাশনে প্যারালাইসেসে আক্রান্ত হয়ে পঙ্গু মো. মোতাহার(৬০) নামের এক বৃদ্ধের মসজিদের ছাদের থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড কুতুবগঞ্জ বাজার জামে মসজিদ থেকে এ মরদেহ উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
নিহতের স্ত্রী নুরজাহান জানান, তার স্বামী দীর্ঘ ১০ বছর ব্রেনস্টক করে প্যারালাইসেসে আক্রান্ত হয়ে স্বামী মোতাহারের এক হাত এক পা অপস ছিল। তিনি মোটামুটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাফেরা করতেন। তিনি নামাজ পড়ে প্রায় সময় এশারের নামাজ পড়তে মসজিদের গিয়ে প্রায় সময় মসজিদে ঘুমিয়ে থাকতেন। এবং সকালে বাড়ি ফিরে আসতেন।
তিনি আরো বলেন, শুক্রবার রাতে রাতের খাবার খেয়ে তিনি এশারের নামাজ পড়ে মসজিদে যান। ওই রাতে তিনি আর বাড়ি ফিরে আসনেনি। ধারণা ছিল তিনি মসজিদেই ঘুমিয়ে আছেন সকালে ফিরে আসবেন। কিন্তু সকালে প্রতিবেশীদের মাধ্যমে খবর পান মসজিদের ছাদে ঝুলে আছে তার মরদেহ। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তার আমার জানা নেই।
নিহতের মেয়ে তানিয়া আক্তার জানান, বাবা প্রায় পঙ্গুত্ব হয়ে দশ বছর খুঁড়িয়ে চলাফেরা করতেন। শুক্রবার এশারের নামাজ পড়তে গিয়ে বাড়ি ফেরেনি বাবা। সকালে স্থানীয়দের কাছে খবর পান মসজিদের ছাদের পিলারের সঙ্গে ঝুলে আছে বাবার মরদেহ। কি কারণে বাবা আত্মহত্যা করেছেন তার আমাদের জানা নেই।
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবুও মৃত্যু আসল কারণ নির্ণয় করার জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।