হাতিটি কাদায় পড়েছিল, অতঃপর...
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৯:২১ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৫, ০৯:২১ PM

চট্টগ্রামের বাঁশখালীতে জলদি বন্যপ্রাণী অভয়ারণ্যে ঝিরির কাদায় আটকে পড়ে আহত হওয়া হাতিটিকে বাঁচানো গেল না । শুক্রবার (২৮ মার্চ) সকালে মারা যায় হাতিটি।
এর আগে গত ৫ মার্চ কাদা থেকে উদ্ধারের পর দীর্ঘ ২৩ দিন স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নিবিড় পরিচর্যা ও চিকিৎসা দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিত ভট্টাচার্য বলেন, '২৫ মার্চ থেকেই মুখে খাবার খাচ্ছিল না হাতিটি। আমরা স্যালাইন ও অ্যান্টিবায়োটিক চালিয়ে যাচ্ছিলাম। কাদায় আটকে পড়ে আহত হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় খাবার ও পানি না পেয়ে আগে থেকেই খুবই দুর্বল ছিল।'
তিনি আরও বলেন, 'উদ্ধারের পর সে উঠে দাঁড়াতে বা বসতে না পারলে মোটামুটি খাবার খাচ্ছিল। কিন্তু তিন দিন খাবার না খাওয়ায় আরো দুর্বল হয়ে আজ সকাল ১১টা ৩৫ মিনিটের দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে।'
দীপান্বিতা ভট্টাচার্য বলেন, 'গত ৫ মার্চ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জলদি বন্যপ্রাণী অভয়ারণ্যের নাপোড়া বিটের গভীর বনে ঝিরির কাদায় আটকে পড়া বন্য হাতিটিকে উদ্ধার করা হয়। আনুমানিক ৩৫ বছর বয়সী মা হাতিটিকে ঝিরির পাশেই চিকিৎসা দেওয়া হচ্ছিল।'
দ্বীপান্বিতা আরও বলেন, 'হাতিটির ওজন ২ টনের বেশি। দুর্গম বনের গভীরে হওয়ায় সেখান থেকে উদ্ধর করে তাকে সাফারি পার্কে নিয়ে যাওয়ার কোন সুযোগ ছিল না। দিনের বেলায় যতটুকু সম্ভব চিকিৎসা ও সেবা দেওয়া হচ্ছিল। রাতে ওই এলাকায় বন্য হাতির বিচরণ থাকায় সেখানে থাকা নিরাপদ নয়। তারপরও হাতিটিকে সারিয়ে তুলতে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা আপ্রান চেষ্টা করে গেছেন।'