খাগড়াছড়িতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়
শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়  © টিডিসি

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের বীরত্ব, ত্যাগ ও আত্মপরিচয়ের চিরস্মারক। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি দুঃসাহসিক প্রত্যয়ে স্বাধীনতার পথে যাত্রা শুরু করে। খাগড়াছড়িতে দিবসটি উপলক্ষে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে।

আজ বুধবার (২৬মার্চ) ভোরে সূর্যেোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জাতীয় পতাকা উত্তোলনের পরপরই ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ সংসদ, জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

শ্রদ্ধাঞ্জলি শেষে জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷ পরে পৌর হল মিলায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ