হবিগঞ্জে ট্রাকচাপায় তাবলিগ জামাতের দুই সদস্য নিহত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০১:৫৪ PM , আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০১:৫৪ PM

হবিগঞ্জের বাহুবলে ট্রাকের ধাক্কায় ইজিবাইকে থাকা তাবলিগ জামায়াতের দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল আধা ঘণ্টা বন্ধ থাকে।
আজ বুধবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আদিত্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে আবদুল ওয়াহিদ (৭৫) ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. মারুফ (৩৮)।
আহতরা হলেন টাঙ্গাইলের আল-মামুন (৬৫) ও ইজিবাইকচালক উপজেলার মানিকা বাজার এলাকার মঞ্জুব উল্লার ছেলে বাচ্চু মিয়া (৩০)।
পুলিশ জানায়, বাহুবল থানাধীন চলিতাতলা জামে মসজিদে তাবলিগ জামায়াতে যান তারা। সকালে ইজিবাইকে চলিতাতলা জামে মসজিদ থেকে আদিত্যপুর মসজিদে যাচ্ছিলেন তাবলিগ জামায়াতের ওই সদস্যরা।
আরও পড়ুন: এখন থেকে ‘বলাৎকারও’ ধর্ষণ, জরিমানা ২০ লাখ
পথে আদিত্যপুর ঈদগাহ-সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কে সিলেটগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আহত হন দুজন। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে বাহুবল থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইকটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক পুলিশ উদ্ধার করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।